শিরোনাম

মাদারীপুর, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক পথচারী নারী নিহত হয়েছেন।
আজ সকাল ১১ টায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম (৫৫) মস্তফাপুর ইউনিয়নের চতুরপারা মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে টেকেরহাট যাচ্ছিল বাসটি। পথে উকিলবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ফাতেমা বেগমকে চাপা দিয়ে এটি সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ফাতেমা বেগমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তথ্য নিশ্চিত করে মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। উদ্ধার কাজ চলমান রয়েছে।