বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ১৩:০৪

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের এম এস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানা। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের একটি ডাইং কারখানায় বিস্ফোরণে ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৮ টার দিকে এনায়েতনগর ইউনিয়নের এম এস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, আল আমিন (৩০), মো. আজিজুল্লাহ (৩২), মো. সেলিম (৩৫), মো. জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও কারখানার নিরাপত্তা কর্মী নুর মোহাম্মদ (৩৫)।

কারখানার শ্রমিকরা জানান, সকালে কারখানার নিচ তলায় বয়লার রুমে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ গ্যাস লাইন থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে উঠে। এ সময় তাদের মধ্যে ছয় জনের শরীর ঝলসে যায়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নারায়ণগঞ্জ থেকে আগত দগ্ধ শ্রমিকদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে কার শরীর কত শতাংশ পুড়েছে সে বিষয়ে পরে জানানো যাবে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, বিসিক শিল্পাঞ্চল এলাকার একটি কারখানায় বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অফিসিয়ালি আমাদের এই বিষয়ে কেউ তথ্য দেয়নি। 

এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।