শিরোনাম

রংপুর, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : রংপুরের বদরগঞ্জ উপজেলায় গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বদরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সাধারণ সভায় ২৩ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের উপদেষ্টা মো. দুলাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান, সদস্য সচিব মুফাখখারুল ইসলাম মুন এবং রংপুর মহানগর আহ্বায়ক মো. আব্দুল জব্বার।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. দেলোয়ার হোসেনকে, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মতিন, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. রওশন ইয়াছদানী ও আবু তাহের ইসলামকে। কমিটিতে আরও একটি যুগ্ম আহ্বায়ক ও পাঁচটি সদস্য পদ আপাতত শূন্য রাখা হয়েছে।
নেতৃবৃন্দ জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করবে।
সভা শেষে বদরগঞ্জ বাজার এলাকায় গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলন (৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর ২০২৫) সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।