বাসস
  ২৫ অক্টোবর ২০২৫, ২০:২২

ঝালকাঠিতে অবৈধভাবে মাটিকাটায় ইটভাটাকে জরিমানা

‎ঝালকাঠি, ২৫ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলার নলছিটি উপজেলায় আজ অবৈধভাবে সুগন্ধা নদীর পাড় থেকে মাটিকাটার দায়ে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় মাটিকাটার কাজে ব্যবহৃত দু’টি ‘এস্কেভেটর’ জব্দ করা হয়।

আজ শনিবার বিকাল ৪টায় বিকাল নলছিটি উপজেলায় সুগন্ধা নদীর পাড়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নলছিটি উপজেলায় আজ অবৈধভাবে সুগন্ধা নদীর পাড় থেকে মাটিকাটার সময়ে ‘গাজী ব্রিকস’ নামের একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটিকাটার কাজে ব্যবহৃত দু’টি ‘এস্কেভেটর’ জব্দ করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।