বাসস
  ২৫ অক্টোবর ২০২৫, ২০:১৮

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 

লক্ষ্মীপুরে আজ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই । ছবি : বাসস

লক্ষ্মীপুর, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার রামগতি উপজেলার জমিদার হাটে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

আজ শনিবার বিকেল এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নূর হোসেনের ছেলে মোহাম্মদ আরিফের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে ল্যাপ তোসকের দোকান, পাইকারি ইলেকট্রিক সামগ্রীর দোকান, ফার্মেসি, সিএনজি মেকানিকের দোকান, সেলুনের দোকান ও চা দোকান রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের নাম পরিচয় জানা যায়নি। 

আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রামগতি ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. জাকির হোসেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের তালিকা প্রস্তুত করতে ইতোমধ্যে প্রকল্প কর্মকর্তাকে বলা হয়েছে। তালিকা মোতাবেক বরাদ্দ পেলে সহায়তা দেওয়া হবে।