শিরোনাম

নড়াইল, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদল নেতা এইচ এম রাশেদ।
আজ শনিবার বিকেল ৫টায় জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজার, কুন্দসী মোড়, চৌরাস্তা ও আশপাশের এলাকায় তিনি এ কর্মসূচি পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হেমায়েত হোসেন মোল্যা, পৌর বিএনপির সহ-সভাপতি এসএম শাহীন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন, ছাত্রদল লোহাগড়া সরকারি কলেজ শাখার সভাপতি আনিচুর রহমান আনিচ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তামিম ইকবাল, নড়াইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম মোল্যা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে যুবদল নেতা এইচ এম রাশেদ বলেন, “তারেক রহমানের ৩১ দফা হলো সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এটি রাষ্ট্র মেরামতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ইতোমধ্যে জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে ৩১ দফায় যে সুপারিশগুলো রয়েছে, তা সরকারের বিভিন্ন শাখার মধ্যে কার্যকর ও স্বচ্ছ সম্পর্ক স্থাপন করবে। এর মাধ্যমে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং অর্থনৈতিক সংস্কার, আত্মনির্ভরশীল অর্থনীতি গঠন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত হবে।”
এইচ এম রাশেদ বলেন, “বেকার ভাতা চালু এবং যুব উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের ফলে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নে সহায়ক হবে। তারেক রহমানের ৩১ দফা দেশের উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।”