শিরোনাম

কুমিল্লা, ২৫ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় শহরের ব্যস্ততম এলাকা চকবাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া এ গণসংযোগে হাজী ইয়াছিন পথচারী, দোকানপাট ও বাজারের ক্রেতা-বিক্রেতাদের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন।
এরপর নেতাকর্মীরা কাশারীপট্টি, তেরীপট্টি, চকবাজার, বালুধুম, আলীয় মাদ্রসা সকসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করে জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
এ কর্মসূচিতে কুমিল্লা সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট আলী আক্কাস, দক্ষিন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আতাউর রহমান ছুটি, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান ও ভিপি নজরুল ইসলাম প্রমুখ সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।