শিরোনাম

রংপুর, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : রংপুর মহানগরের ধাপ এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল ধাপ শিমুলবাগ মোড়ে অভিযান চালায়। এসময় দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, পাগলা মতিয়ার (৫৫), পিতা. মৃত হামিজ, সিট কেল্লাবন্দ কুটিরপাড়া, রংপুর ও মো. জাহাঙ্গীর ভুইয়া (৩৪), পিতা. মো. শাহ আলম ভুইয়া, ভগিবালাপাড়া, কোতয়ালী, রংপুর।
এসময় মতিয়ারের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা, ১ মোবাইল ফোন ও ৩ হাজার ৮০০ টাকা নগদ উদ্ধার করা হয়। অপর আসামি জাহাঙ্গীর ভুইয়ার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ১ কেজি, যার মূল্য ১০ হাজার টাকা।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁদের তল্লাশি চালিয়ে গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।’
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।