শিরোনাম

পিরোজপুর, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ১৯৭৭ সালে পিরোজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে স্বেচ্ছায় খাল কাটা কর্মসূচিতে অংশ নেওয়া দুই প্রবীণ শাজাহান বাদশা ও হেমায়েত হোসেনকে সম্মাননা প্রদান করেছে পিরোজপুর জেলা বিএনপি ও জিয়াউর রহমান ফাউন্ডেশন।
শুক্রবার জেলার ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার ভবানীপুর খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় দলের পক্ষ থেকে এই সম্মামনা ক্রেস্ট পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন স্থানীয়ভাবে বিএনপি’র একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত শাজাহান বাদশা (বিএনপি শাজাহান) ও হেমায়েত হোসেন হাওলাদার (হেমায়েত মেম্বার)।
জিয়াউর রহমানের কথা বললেই তারা এখনো স্মৃতি কাতর হয়ে যান।
এ সময় তারা জিয়াউর রহমানের সঙ্গে সেদিনকার স্মৃতি তুলে ধরে বলেন, জিয়াউর রহমানের চলাফেরা ছিল অত্যন্ত সাদামাটা। তাদের সঙ্গে হাত মিলিয়ে ছিলেন এবং একজন শ্রমিকের মত কোদাল নিয়ে তাদের সঙ্গে খাল কেটেছিলেন।
তারা বলেন, জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশ গঠনে অংশ নিয়েছিলাম। আজকের স্বীকৃতি জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।
তাদেরকে এই সম্মাননা প্রদান করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক নেতা সাঈদ খান বলেন, এই শাজাহান বাদশা ও হেমায়েত হোসেন তরুণ প্রজন্মের প্রেরণা। এদের হাত ধরেই এগিয়ে যাবে বিএনপি। তাদেরকে এই সম্মাননা দিতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। এছাড়া উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজা পহলবী মাসুম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুল কবির লীন ও জেলা বিএনপি’র সাবেক সদস্য আখতারুজ্জামান রাহাদ প্রমুখ।
উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে পিরোজপুরে এসেছিলেন এক রাষ্ট্রীয় সফরে। সে সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে সারা দেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য চলছিল খাল খনন কর্মসূচি।
এরই অংশ হিসেবে তিনি পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার প্রত্যাশি ইউনিয়নের গাবগাছিয়া খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
তখন জিয়াউর রহমানের সঙ্গে স্বেচ্ছায় এ খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তখনকার স্থানীয় দুই যুবক — শাহজাহান ও হেমায়েত হোসেন হাওলাদার।