বাসস
  ২৪ অক্টোবর ২০২৫, ১৯:৫২

কুমিল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আজ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। ছবি: বাসস

কুমিল্লা, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় মুরাদনগর উপজেলায় আজ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন ২৮০ জন নারী-পুরুষ। 

কুমিল্লা চক্ষু হাসপাতাল (বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির একটি প্রতিষ্ঠান)- এর তত্ত্বাবধানে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। 

আজ শুক্রবার দিনব্যাপী দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় পায়ব হাজী আব্দুল গনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের সাধারণ সমস্যা, ছানি, দৃষ্টিশক্তি পরিমাপসহ বিভিন্ন চক্ষু পরীক্ষা করা হয়। প্রয়োজনে অনেক রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

কুমিল্লা চক্ষু হাসপাতাল (বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির একটি প্রতিষ্ঠান)- এর তত্ত্বাবধানে এ চিকিৎসা কার্যক্রমে বিনামূল্যে এই চক্ষু সেবা ক্যাম্পে কুমিল্লা চক্ষু হাসপাতালের ৮ জন চিকিৎসকের একটি দল অংশগ্রহণ করেন। এছাড়াও চোখে ছানি পড়া ৭০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল। তাদেরকে শনিবার ও রোববার কুমিল্লা চক্ষু হাসপাতালে পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. এম. কে আহসান।

এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. এনামুল হক খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান প্রমুখ।