বাসস
  ২৪ অক্টোবর ২০২৫, ১৩:১২

বাঁশখালীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

চট্টগ্রাম, (দক্ষিণ) অক্টোবর ২৪, ২০২৫ (বাসস):জেলার বাঁশখালীতে পণ্যবাহী কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ফাহিম (৮) নামে এক শিশু নিহত হয়েছে। 

আজ শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার প্রেম বাজারস্থ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম  উপজেলার পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ী ৪ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটি তার মামার সঙ্গে নানার বাড়ি যাওয়া পথে সিএনজি থেকে নেমে রাস্তা পারাপারের  সময় বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা এসে শিশুর মরদেহ উদ্ধার করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে থানায় নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।