বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ১৬:০০

কয়রা-পাইকগাছার জনগণের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দিলেন বাসস চেয়ারম্যান

বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক আনোয়ার আলদীন খুলনায় স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি: বাসস

খুলনা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংস্কার ও নবজাগরণের বার্তা বহন করে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক আনোয়ার আলদীন উপকূলীয় কয়রা ও পাইকগাছা উপজেলা সফর করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছেন এবং রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা রূপরেখা তুলে ধরছেন।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনোয়ার আলদীন দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় প্রচারণা চালাচ্ছেন, যা ওই নির্বাচনী এলাকার পরিবর্তন প্রত্যাশী মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।

গত কয়েক মাস ধরে তিনি বিভিন্ন ইউনিয়ন ঘুরে স্থানীয় বাজার, চায়ের দোকান ও বিদ্যালয় প্রাঙ্গণে মানুষের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেছেন। তিনি বিএনপি’র ৩১-দফা সংস্কার পরিকল্পনা ব্যাখ্যা করেছেন এবং এটি কীভাবে রাষ্ট্র কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে, তা তুলে ধরেছেন।

রোববার দুপুরে আনোয়ার আলদীন কয়রা বাজারে পৌঁছে স্থানীয়দের মধ্যে বিএনপি’র ৩১-দফার লিফলেট বিতরণ করেন। সেখানে শত শত মানুষ তাকে অভ্যর্থনা জানাতে জড়ো হন।

সেখানে সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘ভবিষ্যতের বাংলাদেশ গঠন করবে যুবসমাজ। গণতন্ত্র, অগ্রগতি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে যুবকদের নেতৃত্ব দিতে হবে। বিএনপি’র ৩১-দফা পরিকল্পনা কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সহায়ক হবে।’

তিনি আরও বলেন, ‘কয়রা ও পাইকগাছার মানুষের মাঝে পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। তারা চায় এমন একটি সমাজ, যেখানে থাকবে না লুটপাট, ভয় ও রাজনৈতিক হয়রানি। আমি সেই পরিবর্তনের পথে তাদের পাশে দাঁড়াতে চাই।’

এরপর কয়রা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আনোয়ার আলদীন তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের প্রতিটি ঘরে পৌঁছাতে হবে। কয়রা ও পাইকগাছার প্রতিটি মানুষের কাছে বিএনপি’র বার্তা পৌঁছানো আবশ্যক। কেউ এমন কর্মকাণ্ড করবেন না, যাতে মানুষ দূরে সরে যায়।’

তিনি আরও বলেন, ‘দল শুধুমাত্র সৎ ও সক্ষম প্রার্থীদের মনোনয়ন দেবে। সব বিএনপি নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব পেছনে ফেলে একসঙ্গে কাজ করতে হবে।’

আওয়ামী লীগের সমালোচনা করে বাসস চেয়ারম্যান অভিযোগ করেন, ‘গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ কয়রা ও পাইকগাছায় দুর্নীতি ও ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। মানুষ এখন সেই অপশাসনের অবসান চায়।’

নিজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে উপকূলীয় এলাকায় মজবুত বাঁধ নির্মাণ করা হবে, সুন্দরবন সংলগ্ন নতুন পর্যটন কেন্দ্র তৈরি হবে এবং ক্ষতিগ্রস্ত সড়ক, স্কুল, মসজিদ ও মাদ্রাসা সংস্কার করা হবে।’

সন্ধ্যায় আনোয়ার আলদীন কয়রা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি বলেন, ‘পূর্ববর্তী নিপীড়ক শাসকের আমলে মিডিয়ায় সেল্ফ-সেন্সরশিপ চালু ছিল। তবে গণঅভ্যুত্থানের পর সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন।’

তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি কয়রা ও পাইকগাছার মানুষের জীবনমান উন্নত করার জন্য কাজ করবেন এবং তাদের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ করবেন।

সফরকালে আনোয়ার আলদীনের সঙ্গে ছিলেন খুলনা জেলা বিএনপি যুগ্ম সমন্বয়ক মোমরেজুল ইসলাম, বিএনপি নেতা এমএ হাসান, মনিরুজ্জামান বেল্টু ও আবু সাঈদ বিশ্বাস, পাইকগাছা বিএনপি সমন্বয়ক ড. আব্দুল মাজিদ, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।