বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ১৮:৪৫

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ধরে রেখেছে শতভাগ পাসের সফলতা

ছবি : সংগৃহীত

নীলফামারী, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : এইচএসসি পরীক্ষায় জেলার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ধরে রেখেছে শতভাগ পাসের সফলতা। 

আজ বৃহস্পতিবার দিনাজপুর বোর্ডের অধীনে প্রকাশিত ফলাফলে দেখা গেছে ২৯৭ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এর মধ্যে ২৭০ জন জিপিএ-৫ পেয়ে জেলার শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে।

২০২৪ সালে ওই কলেজের ২৬২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। 

সেবার জিপিএ-৫ পেয়েছিল ২৫৫জন।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, আমরা এবারও শতভাগ পাসের ধারাবাহিকতা ধরে রেখেছি। গতবার আমার প্রতিষ্ঠান থেকে ২৫৫ জন জিপিএ-৫ পেলেও এবারে তা বেড়ে দাঁড়িয়েছে ২৭০ জনে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়, কঠোর পরিশ্রম, ঐকান্তিক প্রচেষ্টায় এবং শিক্ষক-অভিভাবকের সার্বিক সাহায্য-সহযোগিতায় এই সফলতা এসেছে। 

আগামীতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন তিনি।