বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ১৮:৩২

জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজের ১২৩ শিক্ষার্থীর সংযুক্তির আদেশ বাতিল

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : গাজীপুরের কাপাসিয়ার সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজের ১২৩ জন শিক্ষার্থীর সংযুক্তির আদেশ বাতিল করে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ-পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) মমতাজ বেগমের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং কোর্সের ৬২ জন এবং ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং কোর্সের ৬১ জনসহ মোট ১২৩ (একশ’ তেইশ) জন শিক্ষার্থীকে সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ, কাপাসিয়া, গাজীপুরে ২ বছরের সংযুক্তির আদেশ প্রদান করা হয়।

গত ২৭ সেপ্টেম্বর উক্ত শিক্ষার্থীদের ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হওয়ায় ১২৩ জন শিক্ষার্থীর সংযুক্তির আদেশ বাতিল করে মূল কর্মস্থলে যোগদানের অনুমতির জন্য সূত্রস্থ পত্রটি এই অধিদপ্তরে প্রেরণ করেছেন।

এমতাবস্থায়, বর্ণিত পত্রের প্রেক্ষিতে সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ, কাপাসিয়া, গাজীপুরে প্রদও 

১২৩ জন শিক্ষার্থীর সংযুক্তির আদেশ বাতিল করে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হ'ল।

শিক্ষার্থীগণ সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ, কাপাসিয়া, গাজীপুর হতে ছাড়পত্র গ্রহণ পূর্বক আগামী ১৯ অক্টোবরের মধ্যে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।