বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ২১:১২
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ২৩:৪৪

চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা

ছবি : বাসস

চট্টগ্রাম, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মোট ভোটের ৬০ শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

আজ বুধবার সন্ধ্যায় অধ্যাপক মনির বাসস’কে বলেন, ভোট গণনার পর ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি কেন্দ্রে ভোট গণনা চলছে। শিক্ষার্থীরা সকাল ৯ টা থেকে ভোট দেওয়া শুরু করে বিকেল ৪ টা ৩০ মিনিটে ভোটদান শেষ হয়।

নির্বাচন কমিশন বলেছে, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে।

এর আগে দুপুরে নির্বাচন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আইসিটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান বলেন, ভোট গণনা শেষ করতে এবং ফলাফল ঘোষণা করতে আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে।