শিরোনাম
শেরপুর, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম প্রতীকী হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি, উপজেলা প্রকৌশলী সামছুল আলম রাকিব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নাসরিন জাহান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. অনিক রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।