শিরোনাম
নীলফামারী, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে গ্রিন স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১২টার দিকে নীলফামারী ক্যাডেট একাডেমি মিলনায়তনে ক্যাম্পেইনের আয়োজন করে জেলা পরিবেশ অধিদপ্তর।
এ উপলক্ষে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিদ্যালয় চত্বর পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে গাছের চারা প্রদান করা হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম, নীলফামারী ক্যাডেট একাডেমির অধ্যক্ষ মো. জোবায়ের হাসান সুজন প্রমুখ।
সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন জানান, প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব ও পরিবেশ সুরক্ষায় তরুণদের আগ্রহী করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।