শিরোনাম
//রুস্তম আলী মন্ডল//
দিনাজপুর, ১৫ অক্টোবর, ২০২৫(বাসস) : জেলার পার্বতীপুর উপজেলায় একদল তরুণ ‘তারুণ্য উৎসব’ ধারণ করে সমাজে অবহেলিত ছিন্নমূল মানুষের সেবায় তাদের জীবনে চলার পথ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে কথা হয়, পার্বতীপুর রেলওয়ে স্টেশনে অবস্থানরত মানবিক সেবায় নিয়োজিত তরুণদের একটি সংগঠন ‘মানুষের সেবায় আমরা’ এই ফেইসবুক পেইজ এর সভাপতি মো. আবু সাঈদ (২৪) এর সঙ্গে। তিনি বলেন,আমরা তরুণ বন্ধুরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছি। আমরা দেশের চলমান তারুণ্যের উৎসবকে ধারণ করে, সমাজে অবহেলিত ছিন্নমূল মানুষের জীবনধারা পরিবর্তনে কাজ করার জন্য, কয়েকজন বন্ধু মিলে গত ১ অক্টোবর পার্বতীপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আলোচনা শুরু করি।
যেই কথা সেই কাজ, এভাবেই আমরা একটি ফেসবুকে ‘মানুষের জন্য আমরা’ এই স্লোগান বাস্তবায়নে একটি ফেইসবুক চালু করি। প্রথম দিনে আমাদের সঙ্গে ৯ জন বন্ধু মিলে এই ফেইসবুক পেইজ এ কমিটি গঠন করি। পরে ৩ অক্টোবর আমাদের ফেসবুক পেইজে আরও ১০ জন তরুণ সদস্য আমদের সঙ্গে যোগ দেয়। এখন ১৯ সদস্যের টিম নিয়ে নিজেদের সাধ্যমত অর্থ যোগানে কার্যক্রম শুরু করেছি।
তিনি বলেন,গত ৪ অক্টোবর থেকে গতকাল ১৪ অক্টোবর পর্যন্ত আমরা পার্বতীপুর রেলওয়ে স্টেশনে যেখানে সেখানে ময়লা আবর্জনার মধ্যে, অবস্থান করা ৭ জন ছিন্নমূল পুরুষ কে নিয়ে এসেছি। আমরা তাদের শরীরে ময়না আবর্জনা পরিষ্কার ও নোংরা পোশাক পরিবর্তনে স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসার কাজ শুরু করেছি।এদের মধ্যে ৩ জনের জীবন মান অনেকটা পরিবর্তন এসেছে।অপর ৪ জনের জন্য আমরা তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে, তাদের আদর যত্ন দিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আশা করছি তারাও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তাদের ব্যক্তি জীবনে পাওয়া আঘাত পরিহারে নতুন জীবন শুরু করবে বলে সেই আঙ্গিকে তারুণ্যের উৎসব বাস্তবায়নে তরুণেরা কাজ শুরু করেছেন বলে তিনি জানান।
এই সংগঠনের সাধারণ সম্পাদক,মো সুমন কবীর বলেন, পার্বতীপুর একটি দেশের সর্ববৃহৎ রেলওয়ে জংশন, এখানে বিভিন্ন এলাকা থেকে এ ধরণের নারী পুরুষ প্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেণীর ছিন্নমূলেরা অবস্থান করে থাকে।
এই বিষয়টি পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমরা সমাজের সকলের সহযোগিতায় এই কাজে এগিয়ে যেতে চাই।
তিনি বলেন, রেলস্টেশনের কোণে কোণে, জীবন যাত্রার কষ্টের গল্প নিয়ে নোংরা পরিবেশে থাকা অসহায় ভিক্ষুক যাদের কাপড় ময়লা, শরীরে দুর্গন্ধ, চুলে জট পাকানো কেউ তাদের দিকে তাকায় না, সেই মানুষ গুলোকেই আজ সেবা করছেন আমাদের এই সংগঠনের তরুণ।
তিনি বলেন শুরুতেই আমরা পার্বতীপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে গত ৪ অক্টোবর শনিবার দুপুর ১২'টায় এই ছিন্নমূল মানুষ গুলোর পাশে দাঁড়ানো শুরু করেছি। ‘মানুষের সেবায় আমরা’ পেইজ এর তরুণরা।
পার্বতীপুরে ‘মানুষের সেবায় আমরা’ পেইজ এর উপদেষ্টা দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী আসনের সাবেক সংসদ সদস্য, এবং জেলা বিএনপি সাবেক সভাপতি এ, জেড, এম রেজওয়ানুল হক এর পুত্র ইঞ্জিনিয়ার এ,জেড, এম আরিফুল হক বলেন, এই তরুণদের সাধুবাদ জানাচ্ছি। আমি এই মানবতার সেবাকে অভিনন্দন জানাচ্ছি।
সংগঠনটির উপদেষ্টা শরিফুল ইসলাম বাবু বলেন, তরুণ সমাজের যুবকেরা, "মানুষের সেবায় আমরা" পেইজের সদস্যরা একটি ভালো উদ্যোগ নিয়েছে। তাদের আমরা সাধুবাদ জানাই, তারা আরোও মানবিক কাজে এগিয়ে যাক এই প্রত্যাশা করছি ।
সংগঠনের সভাপতি সাইদ বলেন, আমাদের মানবিক কাজের পথচলা। এই মানবিক কাজে ৭'জনকে পাঞ্জাবি, টি শার্ট, পায়জামা , গোসল করা, চুল কাটা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আরো কয়েকজনকে আমরা শনাক্ত করেছি তাদেরকে নিয়ে এসে এভাবে সেবা যত্ন দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সংগঠন মানুষের সেবায় নিয়োজিত থাকবে বলেই ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, এই সংগঠনের সাধারণ সম্পাদক সুমন কবীর, সহ-সভাপতি রাকেশ, সহ সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ কোষাধ্যক্ষ বিশাল, সদস্য দিপ ,মিঠুন, সৌরভ, নিতাই, জিসান, রুমনসহ অনেকে।