বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ১৫:০৫

রাজশাহীর বাজারে শীতকালীন সবজি, দাম চড়া

শীতকালীন সবজি। ছবি: বাসস

ওমর ফারুক

রাজশাহী, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীর বাজারগুলোতে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। শীত না আসলেও এ সময়ের সবজি বাজারে আসায় দামও বেশ চড়া। এ কারণে নিম্ন আয়ের মানুষ সবজির কাছে যেতে পারছে না। অন্য সবজির থেকে প্রায় কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। এর মধ্যে রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, মুলা ও বিভিন্ন ধরনের শাক।

নগরের অন্যতম লক্ষীপুর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, অনেক দোকান থাকলেও সব দোকানে শীতকালীন সবজি নেই। আবার কিছু দোকানে সবজি থাকলেও দাম আকাশ ছোঁয়া। ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৭০ থেকে ১৮০ টাকায়, বাঁধা কপি ৮০ টাকা কেজি ও বেগুন বিক্রি হচ্ছে ১৪০ টাকা থেকে ১৬০ টাকা কেজি, টমেটো ১৮০ থেকে ২০০ টাকা কেজি। 

এছাড়াও জাত ও রং ভেদে শাক বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪৫ টাকা কেজি পর্যন্ত। করলা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৬০ থেকে ৭০ টাকা কেজি, লাউ ধরন ভেদে ৪০ থেকে ৫০ টাকা পিস, কচু ৫০ থেকে ৬০ টাকা কেজি। তবে বর্তমানে রাজশাহীর বাজারে সব থেকে কম মূল্যে বিক্রি হচ্ছে আলু। প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ২০ টাকায়।

সবজি কিনতে আসা মাহমুদুল নামের একব্যক্তি বলেন, ফুলকপির দাম শুনেই হতবাক হয়েছি। প্রচুর দাম। যখন কমবে, তখন কিনবো। টাকা থাকলেও এত দামে সবজি কেনা সম্ভব নয়।

আব্দুল্লাহ নামের অপর একব্যক্তি বলেন, শীতকাঠউন সবজি যে কয়টা বাজারে এসেছে সেগুলো ছোঁয়া যায় না। দাম না কমলে কেনার সামর্থ্য নেই।

শুধু লক্ষীপুর বাজার নয়, নগরের সাহেব বাজার, সাগরপাড়া, কোর্ট স্টেশন, নওদাপাড়া, বউ বাজার ও শালবাগান বাজার ঘুরে একই চিত্র দেখা গেছে।

শালবাগান বাজারের সবজি বিক্রেতা মো. শাওন বলেন, এখনও শীতকালীন পর্যাপ্ত সবজি বাজারে নেই। সরবরাহ বাড়লে দাম কমে যাবে। এখন কম সরবরাহ হচ্ছে তাই দাম বেশি। কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করা সম্ভব হবে।