বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ১২:৫৮

কালিহাতী উপজেলার বিভিন্ন পাড়ায় বিএনপি’র উঠান বৈঠক

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

টাঙ্গাইল, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসম্পৃক্ততা কর্মসূচির অংশ হিসেবে জেলার কালিহাতী উপজেলার বিভিন্ন পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটো।

এ সময় স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করে হয়েছে।