শিরোনাম
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজধানীর মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ১৬ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, সব লাশ গার্মেন্টস ভবন থেকে পাওয়া গিয়েছে। কেমিক্যাল গোডাউন ভবনের অগ্নি নির্বাপণের কাজ চলছে বলেও জানান তিনি।
তিনি বলেন, আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ১১টা ৫৬ মিনিটে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণের জন্য মোট ১২টি ইউনিট কাজ করেছে। উক্ত ভবনের ছাদ বন্ধ থাকায় কেউ উপরে যেতে পারেনি। সে কারণে মৃত্যুর সংখ্যা বেজেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।