বাসস
  ১৪ অক্টোবর ২০২৫, ২০:৩২

খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

খুলনায় তিন দিনব্যাপী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ছবি : বাসস

খুলনা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনায় তিন দিনব্যাপী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে খুলনা প্রান্তিকা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতি সহযোগিতা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, বিতর্ক একটি সৃজনশীল শিক্ষা মাধ্যম। যারা আজ থেকে নিজেকে একজন বিতার্কিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন একদিন তারা সমাজে নেতৃত্ব দেবেন। বিতর্ক যেমন মানুষকে যুক্তিবাদী করে তোলে, তেমনি দেশ ও বিশ্ব সম্পর্কে জানতে সাহায্য করে। 

তিনি বলেন, স্কুলভিত্তিক এই বিতর্ক প্রতিযোগিতা শুধু বড় বড় শহরে সীমাবদ্ধ না রেখে গ্রামে ও মফস্বলে ছড়িয়ে দিতে হবে। দেশটা আমাদের তাই দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। স্বাগত বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক শেখ দিদারুল আলম। 

আইইউবি এর প্রতিনিধি মো. ফুয়াদ হোসেন ও সাবেক বিতার্কিক সারোয়ার-ই-আক্তার অনুষ্ঠানে বক্তব্য দেন। পরে প্রধান অতিথি প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিতর্ক প্রতিযোগিতায় মহানগরের আটটি স্কুলের ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়। আগামী বৃহস্পতিবার প্রতিযোগিতার ফাইনালে খুলনা পাবলিক কলেজ ও নৌবাহিনী স্কুল ও কলেজ একে অপরের মুখোমুখি হবে।