বাসস
  ১৪ অক্টোবর ২০২৫, ২০:০৭

বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ছবি : বাসস

কুমিল্লা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : কুমিল্লায় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের ১৮৬তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। শুরুতে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (প্রকল্প) রঞ্জন কুমার গুহ।

সভাপতির বক্তব্যে বার্ডের পরিচালক (প্রকল্প) রঞ্জন কুমার গুহ বলেন, বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সরকারি কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতা উন্নয়ন, সরকারি নীতিমালা, নিয়ম-কানুন ও আর্থিক বিধিবিধান সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ দেয়। এই প্রশিক্ষণ থেকে কর্মকর্তারা জনগণের সেবায় কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন, সে বিষয়ে সম্যক ধারণা পান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন। কোর্সের সার্বিক বিষয় ও কাঠামো সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন কোর্স পরিচালক ড. শিশির কুমারী মুন্সী।

কোর্সের সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বার্ডের উপপরিচালক মিজ ফরিদা ইয়াসমিন, কোর্সের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বার্ডের যুগ্মপরিচালক (প্রশিক্ষণ) মিজ আযমা মাহমুদা। কোর্সে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণকালীন সময় তারা প্রশাসনিক কার্যপদ্ধতি, নৈতিকতা, সুশাসন, নেতৃত্ব, যোগাযোগ, ও পল্লী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন।