বাসস
  ১৪ অক্টোবর ২০২৫, ১৯:৫৮
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২০:০১

মিরপুরে আগুনের ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ছবি : বাসস

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি বলেন, আজ বেলা ১১টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর আরও ৭টিসহ মোট ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। 

তালহা বিন জসিম বলেন, কসমিক ফার্মা কোম্পানির কেমিক্যালের গোডাউন ও আরেকটি গার্মেন্টসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ফায়ার সদস্যরা। 

কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে আগুনের ঘটনায় ধোয়ায় অসুস্থ হয়ে পড়া সুরুজ (৩০) ও মামুন (৩৫) নামে দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সুরুজের শরীরে দুই শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া দু’জনেরই ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দু’জনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, পোশাক কারখানাটি সাততলা বিশিষ্ট। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পারঅক্সাইড ছিল।