শিরোনাম
শেরপুর, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস): শেরপুরের নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কমসূচির আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ৬৩৫ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২৩০ কৃষকের মধ্যে বসতবাড়িতে সবজি চাষের জন্য প্রতিজনকে ৯ প্যাকেট বীজ দেওয়া হয়।
এছাড়া ৪০৫ জন কৃষকের মধ্যে ২০ শতাংশ জমিতে চাষের জন্য লাউ, বেগুন, শসা, মিষ্টি কুমড়ার বীজ দেওয়া হয়। একইসঙ্গে প্রতিকৃষককে ১০ ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালীন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রহুল আমীনসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।