বাসস
  ১৪ অক্টোবর ২০২৫, ১৮:০৩

মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলের কারাদণ্ড

মুন্সীগঞ্জ, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে পৃথক অভিযানে ১৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ১ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে লৌহজং উপজেলার পদ্মা নদীর বেজগাঁও, গাউদিয়া, ডহরী, কলমা এবং সিডার চর এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই জেলেদের সাজা দেওয়া হয়।

লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, অভিযানকালে পদ্মা নদী থেকে ১৫ জেলেকে আটক করা হয়। ইলিশ মাছ ধরার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাদের ৭ ও ১০ দিনের মেয়াদে কারাদণ্ড প্রদান করে।

এ সময় ১ লাখ ৮০ হাজার মিটার অবেধ কারেন্ট জাল জব্দ এবং ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় দেওয়া হয়।

অভিযানের সময় নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।