বাসস
  ১৪ অক্টোবর ২০২৫, ১৬:৫৭

সাতক্ষীরায় লোকায়ত অভিযোজন চর্চা বিষয়ক কর্মশালা

আজ সাতক্ষীরায় লোকায়ত অভিযোজন চর্চা বিষয়ক কর্মশালা। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও উপকূলের লোকায়ত অভিযোজন চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর আয়োজনে আজ মঙ্গলবার সকালে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাহতাব উদ্দিন সরদার, মহিলা ইউপি সদস্য মাছুরা পারভীন, পানখালী কৃষি প্রতিবেশবিদ্যা দলের সদস্য কণিকা রাণী মণ্ডল প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় লোকায়ত বা স্থানীয় জ্ঞান চর্চার বিকল্প নেই। এ জন্য স্থানীয় জাত বৈচিত্র রক্ষা করতে হবে। লোকায়ত কৌশল অবলম্বন করতে হবে। কৃষিতে জৈব চর্চা বৃদ্ধি করতে হবে। একইসঙ্গে জলবায়ু সহনশীল কৃষি উদ্যোগ সম্প্রসারণ করতে হবে, যাতে প্রাণ ও প্রকৃতি টিকে থাকে। বর্তমানে লবণাক্ততা মোকবেলায় সবজি চাষে রিং পদ্ধতি, টাওয়ার পদ্ধতি, বস্তা পদ্ধতি, স্যালাইন পদ্ধতি, মাচা পদ্ধতি ও বেড পদ্ধতি বেশ উপকার দিচ্ছে। 

বক্তারা আরও বলেন, উপকূলের কৃষি এখন এক চ্যালেঞ্জের মুখে। লবণ পানির প্রভাব, অনিয়মিত বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদনে ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় কৃষক ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা জরুরী।

কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় লোকজ জ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে টেকসই কৃষি উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজনমূলক কৌশল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় স্থানীয় সরকার প্রতিনিধি, সাংবাদিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের সদস্যরা অংশগ্রহণ করেন।