শিরোনাম
সুনামগঞ্জ, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় আজ সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জের উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবা বেলা ১১ টায় শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল।
শিশু শিক্ষার্থী সুরাইয়া আক্তার ও মাসহুরা সুহিতার যৌথ সঞ্চালনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।