বাসস
  ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৩৯

কুমিল্লায় বিশ্ব মান দিবস পালিত

কুমিল্লায় পালিত হয়েছে বিশ্ব মান দিবস। ছবি: বাসস

কুমিল্লা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘সমন্বিত উদ্যোগে, টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে ৫৬তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং মান উন্নয়নের গুরুত্ব তুলে ধরতেই প্রতি বছর ১৪ অক্টোরর বিশ্ব মান দিবস পালিত হয়।

সারা বিশ্বের ন্যায় কুমিল্লায় পালিত হয়েছে বিশ্ব মান দিবস। আজ মঙ্গলবার জেলা সার্কিট হাউজে বিএসটিআই কুমিল্লার উদ্যোগে দিবসটি পালান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আলী নুর বশির, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর সাদেকুর রহমান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনিস্টিটিউটের (বিএসটিআই) উপপরিচালক পরিতোষ চন্দ্র তালুকদার।

প্রতিবছর এই দিনটি মূলত পণ্য-সেবা প্রভৃতির মান উন্নয়ন ও বজায় রাখার প্রতি কর্তৃপক্ষ, উদ্যোক্তা এবং ভোক্তাদের সচেতন করার উদ্দেশ্যেই পালন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. আলী নুর বশির বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মান অর্জন খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেশের উন্নয়ন চাইলে পণ্যের মান উন্নয়ন করতে হবে। ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে বাণিজ্য দেশ বিদেশে ছড়িয়েছে। বিদেশে নিজেদের বাজার ধরে রাখতে আন্তর্জাতিক মান ধরে রাখার বিকল্প নেই। মান দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত পণ্যের মান সঠিকভাবে প্রনয়ণ করা। সবাইকে মানের ক্ষেত্রে স্ব স্ব ক্ষেত্রে সততা ধরে রাখতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, পণ্যের মান ঠিক রাখতে আমাদের নিজেদের সততা ধরে রাখা দরকার। অল্প লাভের আশায় আমরা যেন ভেজাল কোনো কিছু বাজারে না ছাড়ি।