বাসস
  ১৪ অক্টোবর ২০২৫, ১৪:২৮

নড়াইলে শিশু অধিকার সপ্তাহের সমাপনী

জেলায় মঙ্গলবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নড়াইল, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ প্রতিপাদ্যে জেলায় আজ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১ টায় নড়াইল শিশু একাডেমি কার্যালয়ে চিত্রাংকন, আবৃত্তি, সংগীত, নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি এ আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সঞ্চয় বিষয়ক কর্মকর্তা সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ। জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার ফজিলাতুন্নেসার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো: নাজমুল আলম, শিশু একাডেমির শিক্ষক সৌরভ ব্যানার্জী, জেসমিন আরা, সোনিয়া পারভীন ও মোহাম্মদ মহিউদ্দীন উপস্থিত ছিলেন।