বাসস
  ১৪ অক্টোবর ২০২৫, ১৪:২৭

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ বান্দরবানে

সারাদেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদ জানানো হয়েছে বান্দরবানে। ছবি: বাসস

বান্দরবান, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : সারাদেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদ জানানো হয়েছে বান্দরবানে।  

আজ মঙ্গলবার দুপুরে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরাও অংশ নেন।

বক্তারা বলেন, সম্প্রতি এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো রিপোর্টার জোবাইর শাহাদাতসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিয়মিত হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। তাই বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সহ-সভাপতি নাছিরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট, সাংবাদিক বাটিং মারমা, রিজভী রাহাতসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।