শিরোনাম
কুমিল্লা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এর মধ্যে একজনের বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
র্যাব জানায়, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ আভিযানিক দল উপজেলার ভাটকেশ্বর এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ও মাদক কারবারি মো. রিয়াদ হোসেন (২৯) ও তার সহযোগী মো. মামুন মিয়াকে (২৯) গ্রেপ্তার করে। একই রাতে পরিচালিত পৃথক আরেকটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
গ্রেপ্তার রিয়াদ হোসেন ভাটকেশ্বর গ্রামের মো. জসিমের ছেলে এবং মামুন মিয়া কার্তিকপুর গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত হতে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছে। অস্ত্র ব্যবহার করে তারা চাঁদাবাজি, ডাকাতি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রতিদ্বন্দ্বী গ্রুপের ওপর হামলাসহ নানা অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে আসছিল।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৫টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে—অস্ত্র, মাদক, চাঁদাবাজি, ডাকাতি এবং সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগ।
মেজর সাদমান ইবনে আলম বলেন, অস্ত্র ও মাদকবিরোধী চলমান কার্যক্রমের অংশ হিসেবে র্যাব-১১ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।