বাসস
  ১৪ অক্টোবর ২০২৫, ১৩:২৮

নাটোরে শিশু অধিকার সপ্তাহের সমাপনীতে পুরষ্কার প্রদান

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নাটোরে সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। ছবি: বাসস

নাটোর, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলায় সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরষ্কার ও সনদ প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মান্নান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাশেদুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণগতমানের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষাসহ শিশুর সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে সকল পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।  পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষাসহ তাদের স্বাভাবিক মানসিক বিকাশের পরিবেশ তৈরিতে কাজ করে যেতে হবে। তবেই আজকের শিশুরা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে।

আলোচনা শেষে বিভিন্ন বিষয়ভিত্তিক শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়। পরে শিশু একামেীর শিল্পিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

গত ৬ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন কর্মসূচী শুরু হয়। এ উপলক্ষে কন্যা শিশু সমাবেশ, শিশুদের বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, পথ শিশু  ও শ্রমজীবী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, ‘শিশুদের সুরক্ষা, বিকাশ, উন্নয়ন এবং করনীয়’ শীর্ষক সেমিনার এবং ‘শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আজ আলোচনা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহের সমাপ্তি ঘটে।