বাসস
  ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪৬
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৫:১০

নারায়ণগঞ্জে পেট্রোবাংলার বিশেষ তদারকি অভিযান

নারায়ণগঞ্জে গ্যাস চুরি রোধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে গতকাল পেট্রোবাংলা বিশেষ তদারকি অভিযান পরিচালনা করে। ছবি: পিআইডি

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জে গ্যাস চুরি রোধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে গতকাল পেট্রোবাংলার ভিজিল্যান্স টিম-৩ ও আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে।

অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহারের বিরুদ্ধে এই অভিযানে তিনটি স্পট পরিদর্শন করা হয়, যার মধ্যে একটি অবৈধ বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে মেঘনাঘাটে অবস্থিত এভারেস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি. এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকায় গ্যাস ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। বাইপাস বা অবৈধ ব্যবহারের সম্ভাবনা নিশ্চিত করতে আরএমএস ও হাউজ লাইন পরীক্ষা করা হয়। আন্দিরপাড় (বন্দর) এলাকার একটি অবৈধ বাণিজ্যিক চুন ফ্যাক্টরিতে ৬ হাজার ঘনফুট বা ঘণ্টা লোড বিশিষ্ট তিনটি ভাট্টিতে অবৈধভাবে স্থাপিত বিতরণ লাইনের সংযোগ উৎসে ‘কিলিং’ করা হয়েছে। অবৈধ ব্যবহারের আলামত হিসেবে চুনের তিনটি ভাট্টিই ভেঙে দেওয়া হয়েছে। অভিযানকালে আনুমানিক ৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়।

গ্যাস চুরি রোধে এবং বিতরণ নেটওয়ার্কের শৃঙ্খলা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।