শিরোনাম
চাঁদপুর, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): চাঁদপুর জেলার হাইমচরে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে গতকাল অবৈধ কারেন্ট জাল ও একটি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জন জেলেকে আটক করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে জারিকৃত নিষেধাজ্ঞা কার্যকর রাখতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টাব্যাপী টহল ও নজরদারি জোরদার করেছে।
‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে।
এই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড নয়াআনি আউটপোস্ট ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে হাইমচর থানার লামছড়ি, কাটাখালী লঞ্চঘাট, বারো তহবিল ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১১ জেলেকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাল ধ্বংস করা হয় এবং বোটটি হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার জিম্মায় দেয়া হয়। বাকি ৮ জন জেলেকে আইনানুগ ব্যবস্থার জন্য হাইমচর থানায় হস্তান্তর করা হয়েছে।