বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৩৮

মুন্সীগঞ্জে তিন ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা

আজ মুন্সীগঞ্জে তিন ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জের শ্রীনগরে তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

আজ সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় উপজেলার হাসাড়া বাজার এলাকায় বাজার মনিটরিং কালে এ জরিমানা করে। 

জানা যায়, মনিটরিংকালে রিয়াদ স্টোরে পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক রিয়াদ বেপারীকে ১ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি ,কেক তৈরি করায় রিয়াদ কনফেকশনারির মালিক মো. শহীদকে ৭ হাজার টাকা এবং পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় মা মধুবন সুইটসের মালিক কৃষ্ণ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

তথ্য নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ কার্যালয়ের উপপচিালক আসিফ আল আজাদ। 

অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক, উপজেলা স্যানেটারিং কর্মকর্তা নাসরিন সুরতানা।