শিরোনাম
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইতিহাস বিভাগের বিভিন্ন বর্ষের ৯৬ জন শিক্ষার্থীকে ১৪ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। আজ সোমবার সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তি প্রদান করা হয়।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও ইতিহাস বিভাগের খণ্ডকালীন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক শারমিন জাহান চৌধুরী অনুষ্ঠান সঞ্চালন করেন।
তিনটি ক্যাটাগরিতে মোট ৯৬ জন মেধাবী শিক্ষার্থী এই বৃত্তি লাভ করেন। প্রথম ক্যাটাগরিতে ১৯ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৪ হাজার টাকা করে, দ্বিতীয় ক্যাটাগরিতে ১৭ জন শিক্ষার্থীকে এককালীন ৭ হাজার টাকা করে এবং তৃতীয় ক্যাটাগরিতে ৩১ জন শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
এছাড়া, প্রত্যেক বর্ষের ফাইনাল পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ২৯ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক বর্ষের প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা ১০ হাজার টাকা করে, দ্বিতীয় স্থান অর্জনকারীরা ৭ হাজার টাকা করে এবং তৃতীয় স্থান অর্জনকারীরা ৫ হাজার টাকা করে বৃত্তি পান।
ইতিহাস বিভাগে ১৬টি বৃত্তি ফান্ড আছে। এসব ফান্ড থেকে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। এবছর ছয়জন শিক্ষার্থীকে ইতিহাস বিভাগ বৃত্তি, ছয়জন শিক্ষার্থীকে জেনারেল এম. এ. জি ওসমানী বৃত্তি, ৪ জন শিক্ষার্থীকে ফজলুল করিম স্মারক বৃত্তি, চারজন শিক্ষার্থীকে নূরুল আবেদীন স্মারক বৃত্তি, চারজন শিক্ষার্থীকে প্রয়াত আলহাজ্ব নুরুন নেসা বেগম বৃত্তি, একজন শিক্ষাথীকে ১৯৮৩ ব্যাচ বৃত্তি, একজন শিক্ষাথীকে ১৯৮৪ ব্যাচ বৃত্তি, একজন শিক্ষার্থীকে ১৯৮৫ ব্যাচ বৃত্তি, সাতজন শিক্ষার্থীকে মির্জা বানু এন্ড সিরাজুল ইসলাম এন্ডাউমেন্ড ফান্ড বৃত্তি, একজন শিক্ষার্থীকে আব্দুল মোবারক বৃত্তি, ১১ জন শিক্ষার্থীকে হিস্ট্রি অ্যালামনাই এন্ডাউমেন্ড ফান্ড বৃত্তি, সাতজন শিক্ষার্থীকে বিবেকানন্দ ইতিহাস ফান্ড বৃত্তি, ১০ জন শিক্ষার্থীকে কুদসিয়া চৌধুরী ওয়াকুফ বৃত্তি, চারজন শিক্ষার্থীকে গোলাম সাকলায়েন সাকী বৃত্তি, তিনজন শিক্ষার্থীকে একে এম বজলুর রহমান-বেগম নুরজাহান বৃত্তি এবং ২৯ জন শিক্ষার্থীকে অধ্যাপক সিরাজুল ইসলাম মেধাবৃত্তি প্রদান করা হয়।