বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ১৪:১১

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

পিরোজপুর, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন  দিবস- ২০২৫ পালিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন এর আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বাস্তবায়নে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ  শেষে  জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ -মিজান সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন,জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, সুমন দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক কারণে প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিত্য সঙ্গী।প্রতিবছর এ দুর্যোগে আমাদের অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।কিন্তু সাধারণ জনগণের সচেতনতা, প্রশিক্ষণ ও যথাযথ প্রস্তুতি বাড়াতে পারলে এ ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য,ফায়ার সার্ভিসের কর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকসহ  নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।