বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ১২:৫৩

রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে মো. কাজল (৩৫) নামের ৬ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

রোববার দিবাগত রাতে চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত কাজল মহানগরীর চন্দ্রিমা থানাধীন আসাম কলোনি রবের মোড় এলাকার জসিম উদ্দিনের ছেলে। 

র‌্যাব জানায়, ৬ বছরের সাজা ঘোষণা হওয়ার পর থেকেই কাজল আত্মগোপনে ছিল। র‌্যাব আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি সদর কোম্পানির একটি দল শিরোইল কলোনি এলাকায় অভিযান চালিয়ে কাজলকে গ্রেপ্তার করে। তাকে আরএমপির চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।