বাসস
  ১২ অক্টোবর ২০২৫, ২১:২০

কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা

ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১২ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আজ সড়ক ক্ষতিগ্রস্ত করা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে একটি বালুভর্তি ড্রাম ট্রাকের (ঢাকা মেট্রো- ট- ২২০৭৮৬) মালিককে জরিমানা করা হয়েছে। 

আজ রোববার বিকেলে উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের কুমিল্লাুমিরপুর আঞ্চলিক সড়কে এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

উপজেলার  প্রশাসন সূত্রে জানা যায়, ট্রাকযোগে আনা বালু সড়কে ফেলে রাখার কারণে পথচারী ও যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। একই সঙ্গে ভারী ট্রাক চলাচলের কারনে সড়কের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়। এঘটনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত ট্রাক মালিককে পাঁচহাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশটি নিজ খরচে মেরামতের জন্য ট্রাক মালিকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।