বাসস
  ১২ অক্টোবর ২০২৫, ১৮:৪৩

বান্দরবানে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে

আজ বান্দরবানে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে । ছবি : বাসস

বান্দরবান, ১২ অক্টোবর ২০২৫ (বাসস): দেশের অন্যান্য জেলার মতো বান্দরবান পার্বত্য জেলায় সরকারিভাবে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

আজ রোববার সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান।

এ সময় জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিলটন মহুরী, জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, মাসব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।