বাসস
  ১২ অক্টোবর ২০২৫, ১৮:৪১

বান্দরবান দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

আজ বান্দরবান দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ । ছবি : বাসস

বান্দরবান, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : বান্দরবানে দরিদ্র, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে সেনাবাহিনী। 

আজ রোববার সকালে বান্দরবান রিজিয়নের উদ্যোগে পঞ্চম শ্রেণি থেকে মাস্টার্স পর্যায়ের ৮৯ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে এসব বই তুলে দেন বান্দরবান রিজিয়নের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর পারভেজ রহমান।

এসময় মেজর পারভেজ রহমান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের পাশে থেকে সবসময় সহযোগিতা করে আসছে। আজকের এই বই বিতরণ তারই একটি উদাহরণ।”

তিনি আরও বলেন, “শিক্ষা একটি জাতির মেরদণ্ড। কিন্তু অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কারণে প্রতিভা বিকাশের সুযোগ পায় না। দারিদ্রতা কোনো বাধা নয়, বরং এটি প্রেরণার উৎস। অধ্যবসায়, সততা ও পরিশ্রমের মাধ্যমে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে।”

মেজর পারভেজ আশা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাবে।”

এদিকে সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকেরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।