বাসস
  ১২ অক্টোবর ২০২৫, ১৮:৩৩

পটুয়াখালীতে কুয়াকাটা পৌরসভার কর মেলা

কুয়াকাটা পৌরসভার কর মেলা। ছবি : বাসস

পটুয়াখালী, ১২ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার কলাপাড়া উপজেলায় আজ কুয়াকাটা পৌরসভার নাগরিকদের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি ও বকেয়া কর আদায়ে বিশেষ উদ্যোগ হিসেবে ‘পৌরকর মেলা-২০২৫’ শুরু হয়েছে।

আজ রোববার কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

পাঁচদিন ব্যাপি এ পৌর কর মেলা উদ্বোধন করেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদেক। 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কর আদায় কর্মকর্তা নাজমুল হোসেন সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসভার কর আদায় কর্মকর্তা নাজমুল হোসেন জানান, বর্তমানে কুয়াকাটা পৌর এলাকার ১ কোটি ১৩ লাখ ৭০ হাজার ৩৭৫ টাকা কর বকেয়া রয়েছে।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদেক জানান, মেলা চলাকালীন সময়ে যারা কর পরিশোধ করবেন তাদের জন্য ১০ শতাংশ ছাড়ের সুযোগ রাখা হয়েছে।