শিরোনাম
বরগুনা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ১৮৫তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। নিজেদের ঘর থেকেই শুধরাতে হবে। ব্যক্তি লোভ-লালসা পরিহার করে অন্যকে তার অধিকার থেকে বঞ্চিত না করলেই সমাজে দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানের সময় দুর্নীতিবিরোধী বার্তা দিতে হবে।”
গণশুনানিতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এতে আরও বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, বরগুনার পুলিশ সুপার মো. আল মামুন শিকদার এবং দুদকের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মোজাহার আলী সরদার।
গণশুনানিতে ১৮টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরের বিরুদ্ধে শতাধিক অভিযোগ জমা পড়ে। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ৫৯টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকৃত অভিযোগের মধ্যে ৩টি বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। ২ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং ৩ জন কর্মকর্তাকে বদলির নির্দেশ দেওয়া হয়। বাকী অভিযোগগুলোর তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়।