বাসস
  ১২ অক্টোবর ২০২৫, ১৭:৫২

মা ইলিশ সংরক্ষণে কঠোর অভিযান বগুড়ায়

কঠোর অভিযান বগুড়ায়। ছবি : বাসস

বগুড়া, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস): মা ইলিশ সংরক্ষণে কঠোর অভিযান চালিয়েছে সারিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তর।

আজ রোববার দুপুরে উপজেলার যমুনা নদীতে পরিচালিত অভিযানে ৩০ কেজি ইলিশ মাছ, ৫০ পিস সরকার ঘোষিত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, এক হাজার মিটার কারেন্ট জাল এবং ৫০০ মিটার ইলিশ জাল জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক সুমনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।

অভিযান শেষে জব্দকৃত ইলিশ মাছের ১৫ কেজি হযরত মুয়ায বিন আফরা (রাঃ) ক্বওমী মাদ্রাসা ও এতিমখানায় এবং ৫ কেজি দারুল এহসান হাফিজিয়া ক্বওমী মাদ্রাসায় সরবরাহ করা হয়। পরে কালিতলা ঘাটে জনসম্মুখে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায় বলেন, মা ইলিশ সংরক্ষণ আইন বাস্তবায়নে চলমান ২২ দিনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।