বাসস
  ১২ অক্টোবর ২০২৫, ১৭:১০

পিরোজপুর দুই জেলেকে এক মাসের কারাদণ্ড

পিরোজপুর, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার কাউখালী উপজেলার কচাঁ নদী ও সন্ধ্যা নদীর মোহনায় অভিযান চালিয়ে তিন হাজার মিটার জাল জব্দ ও দুই জেলেকে আটক করা হয়।

আজ রোববার ভোরে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করায় ভ্রাম্যমাণ আদালতে ওই দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

সাজাপ্রাপ্তরা হলেন, পলাশ হাওলাদার (৪৫) ও আব্দুল আউয়াল (২৭)। পলাশ উপজেলার সুবিদপুর গ্রামের আমির আলীর ছেলে ও আউয়াল একই গ্রামের ইয়াছিন হাওলাদারের ছেলে।

মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা মাছ শিকার করছিল। এ সময় দুই জেলেকে জালসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেওয়া হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা বলেন, দুই জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অপরাধে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।