শিরোনাম
পটুয়াখালী, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : সারা দেশের ন্যায় জেলার শিশুদের টাইফয়েড সুরক্ষায় প্রথমবারের মতো টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলার ৪ লাখ ৮০ হাজার ২৭৮ জন ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোররা এ টিকা পাবেন।
এক মাসব্যাপী এই কর্মসূচিতে প্রায় পাঁচ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনামূল্যে এই টিকা দেবে সরকার। জন্মসনদ নেই এমন শিশুরাও এই টিকা পাবে।
আজ রোববার সকালে জেলা সদরের পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, বাউফল উপজেলায় স্কুল টার্গেট ৬৫২৮৪ আর কমিউনিটি টার্গেট ৩৫০০২ জন। বাউফলে সর্বমোট টিকা পাবে ১০০২৮৬ জন। দুমকি উপজেলায় স্কুল টার্গেট ১৫৪৯৩ জন আর কমিউনিটি টার্গেট ৫৩৮০ জন। দুমকিতে মোট টিকা পাবেন ২০৮৭৩ জন। দশমিনা উপজেলায় স্কুল টার্গেট ২৭৮০১ আর কমিউনিটি টার্গেট ১৪৩১৪। টোটাল দশমিনায় টিকা পাচ্ছেন ৪২১১৫ জন। গলাচিপা ও রাঙাবালি উপজেলার স্কুল টার্গেট ৬৭২১১ আর কমিউনিটি টার্গেট ৩৮৮৮৯। এই দুই উপজেলায় মোট টিকা পাবেন ১০৬১০০ জন।
এছাড়া কলাপাড়া উপজেলায় ৪৭৪১৯ আর কমিউনিটি ২৩৯২১ জন। কলাপাড়ায় মোট টিকা পাবে ৭১৩৪০ জন। মির্জাগঞ্জ উপজেলায় স্কুল পর্যায়ে টিকা পাবে ২১৫২৮ আর কমিউনিটি পর্যায়ে পাবে ১১৪৮৫ জন। উপজেলায় টোটাল টিকা পাবে ৩৩০১৩ জন। পটুয়াখালী পৌরসভায় স্কুল টার্গেট ১৯৫৩২ আর কমিউনিটি পর্যায়ে ৬৮৯৯ জন। মোট পটুয়াখালী পৌরসভায় টিকা পাবেন ২৬৪৩১ জন। পটুয়াখালী সদর উপজেলার স্কুল টার্গেট ৪৯৫৬৮ আর কমিউনিটি পর্যায়ে ৩০৫৫২ জন। পটুয়াখালী সদরে সর্বমোট টাইফয়েড টিকা পাবেন ৮০১২০ জন।
পটুয়াখালী জেলায় স্কুল পর্যায়ে টাইফয়েড টিকা পাবেন ৩১৩৮৩৬ জন। আর পুরো জেলার কমিউনিটি পর্যায়ে টিকা সেবা পাবেন ১৬৬৪৪২ জন। সর্বমোট জেলায় টিকা পাচ্ছেন ৪৮০২৭৮ জন।
পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বাসসকে বলেন, আজ ১২ তারিখ থেকে সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরা আগামী ১০ দিন প্রতিটি স্কুলে এবং পরবর্তী ৮ দিন আমাদের নির্ধারিত টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা চালু রাখবো। আমাদের টার্গেট জেলায় ৪ লাখ ৮০ হাজার বাচ্চাকে টিকা দেয়ার।