বাসস
  ১২ অক্টোবর ২০২৫, ১৬:৫৮

সিরাজগঞ্জে টিকা পাবে ১০ লাখ ৩৯ হাজার শিশু 

সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। টিকা পাবে ১০ লাখ ৩৯ হাজার শিশু । ছবি : বাসস

সিরাজগঞ্জ, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস): ‘জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করো’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

আজ রোববার সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে এ ক্যাম্পেইন শুরু হয়। ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মো. নুরুল আমীন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সেনা ক্যাম্পের মেজর মামুন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডা. মো. আব্দুল লতিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান প্রমুখ।  

এবার জেলায় ১০ লাখ ৩৯ হাজার ৯৮৩ শিশুকে টিকা প্রদানের টার্গেট করা হয়েছে। ক্যাম্পেইন আজ থেকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ করে টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে।