বাসস
  ১২ অক্টোবর ২০২৫, ১৬:৫১

কুমিল্লায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আলোচনা সভা

আজ ১২ অক্টোবর,কুমিল্লায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আলোচনা সভা। ছবি : বাসস

কুমিল্লা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

‘বিপর্যয় কিংবা জরুরি অবস্থায়, মানসিক স্বাস্থ্য সেবা যেন পাওয়া যায়’ এ প্রতিপাদ্যে আজ রোববার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়।

সকালে মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের হয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় ও কুমিল্লা মেডিক্যাল কলেজের সাইকিয়াট্রিক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সাহিদুল ইসলাম। এতে প্রধান আলোচক ছিলেন কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মির্জা মো. তৈয়েবুল ইসলাম।

আলোচনায় অধ্যক্ষ বলেন, “আজকাল অনেক কিশোর-কিশোরী কোনো না কোনোভাবে মানসিক সমস্যায় আক্রান্ত। মানসিক স্বাস্থ্য কেবল ব্যক্তিগত বিষয় নয়, এটি পারস্পরিক সম্পর্ক ও সামাজিক ভারসাম্যের ভিত্তিও।”

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, কুমিল্লা মেডিক্যাল কলেজের পরিচালক ডা. এ.এস. মো. মাসুদ পারভেজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং স্কয়ার মেডিক্যাল সার্ভিস বিভাগের এক্সিকিউটিভ ডা. ফাহিম মাসুদ।