বাসস
  ১২ অক্টোবর ২০২৫, ১৬:১৩

মাগুরায় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন

ছবি : বাসস

মাগুরা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। জেলায় মোট ২ লাখ ৪৭ হাজার ৮৭৬ জন শিশুকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস। 

মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে আজ রোববার মাগুরা পিটিআই স্কুল মাঠে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা।

এ সময় বক্তারা বলেন, ‘টাইফয়েড প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর। মাগুরার কোনো শিশুই যেন টিকার বাইরে না থাকে, তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। মাগুরার চারটি উপজেলায় শতভাগ শিশুদের টিকার আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

আজ থেকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এ টিকাদান কার্যক্রম।